যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ নভেম্বর সন্ধায় উপজেলার বরদুয়ারী চাল হাট এলাকায় শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল গণি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (মেয়র পদে) প্রত্যাশী শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী তারিকুল ইসলাম তারেক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেরপুর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও যথাযথ নাগরিকরা সুবিধা হতে বি ত হচ্ছে জনসাধারন। পৌরসভার মাত্র ১০ কিলোমিটার রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থার যে বেহাল অবস্থা রয়েছে তা দুর করা হবে। বাংলাদেশ আওয়ামীলগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন এবং আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে শেরপুর পৌসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। পৌরসভার প্রতিটি নাগরিক পাবে সমান সুযোগ সুবিধা। পৌসভার ৯টি ওয়ার্ডে খোলা হবে ফ্রি ওয়ায়েফাই জোন যেখানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাবে জনসাধারণ। ঘাটপার ব্রিজ হতে পৌরসভা পর্যন্ত নদীর তীর দিয়ে ফুটপাতের রাস্তা তৈরি করা হবে। শেরপুর পৌরসভা প্রথম শ্রেনীর, নাগরিক সুবিধাও পাবে প্রথম শ্রেনীর। তাই আমাকে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করবেন।
এ সময় উপস্থিত সকলে হাত উচু করে তাকে সমর্থন করেন এবং এক রিক্সাওয়ালা পৌর শহরে অবৈধ টোল নিয়ে অভিযোগ করলে তিনি অতিরিক্ত পুলিশ সুপারের দৃষ্টি আকার্ষন করেন এবং তিনি পৌর মেয়র নির্বাচিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়নে চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা যুবলীগের সহ সভাপতি বাবুল আক্তার, এ্যাডভোকেট খাইরুল বাশার সোহাগ, আমিনুল ইসলাম আমিন, লিটন প্রফেসর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী খাতুন, পৌর কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তাফা, শাহল আলম ফকির, আরিফ মোল্লা, রনি ফকির, সৌরভ আহম্মেদ সুমন, আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, মশিউর রহমান মারুফ, মামুদুজ্জামান, ফিরোজ সরকারসহ বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগসহ সকল সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাওলানা আবু জাফর মাষ্টার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।