রাকিব শান্ত, ব্যুরো প্রধান, উত্তরবঙ্গঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ মার্চ ২০২১ ইং তারিখে বগুড়া সদরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডস্থ স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
র্যাব-১২ জানায়, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ মার্চ ২০২১ ইং তারিখে রাত ২২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডস্থ মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত আঃ রশিদ এর হ্যাচারী সংলগ্ন পুকুরের পুর্বপাড়ে প্রকাশ্য স্থানে কতিপয় ব্যক্তি প্রকাশ্যে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করে ১। মোঃ আনিছুল মোর্শেদ (২৩), পিতা- মৃত সৈয়দ সফিকুল আলম তোয়া, সাং-হাড্ডিপট্টি, ২। মোঃ এয়ার আলী (৬০), পিতা-মৃত পাচু খাঁ, সাং- হাড্ডিপট্টি, ৩। মোঃ নাহিদ মিয়া (৩০), পিতা- মোঃ আতিয়ার রহমান, সাং-চকসুত্রাপুর, ৪। মোঃ আফতাব আলম (৪২), পিতা-মৃত ফারুক, সাং- চকসুত্রাপুর, সর্ব থানা ও জেলা- বগুড়া, ৫। মোঃ আব্দুল করিম (২৬), পিতা-মোঃ পাষাণ আলী, সাং- দক্ষিণ ঘণেশ্বর, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিহাট, ৬। মোঃ আশরাফুল হক (২২), পিতা- আব্দুল মান্নান, সাং-গোলাপগঞ্জ (নয়াপাড়া), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরদের’কে সর্বমোট= ৪,০০০ (চার হাজার) টাকা, ০৫ টি মোবাইল, ০৬ টি সীমকার্ড এবং ০৬ সেট তাসসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব ১২ এর কর্মকর্তা।