বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল হক নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ১০ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ১০ জুলাই পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (১০ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. ফারজানুল বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ২৫৭ নমুনার ফলাফলে ৪৮ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২৩ জন পজিটিভ, টিএমএসএস এর ৬৯ পরীক্ষার ফলাফলে ২৫ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ২৫ জন, নারী- ১৮ জন, শিশু- ৫ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
১৮ বছরের নিচে রয়েছেন ৫ জন।
১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ২১ জন
৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ১১ জন।
৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ১০ জন।
৭০ উর্ধ্বে ১ জন
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৩০ জন, শেরপুর ৪ জন, সারিয়াকান্দি ১ জন ও কাহালুতে ১ জন, গাবতলী ৪ জন, শিবগঞ্জ ৩ জন, আদমদিঘী ৩ জন, শাজাহানপুর ২ জন।
এক নজরে (০৮ জুলাই) পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৬৫৬ জন এর মধ্যে পুরুষ ২৪৬৩ জন, মহিলা ১০০৪ জন ও শিশু রয়েছে ১৮৯ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদরে ২৫২১ জন, শাজাহানপুরে ১৯২ জন, গাবতলীতে ১৯২ জন, কাহালুতে ৮৭ জন, শেরপুরে ১৭৬ জন, সারিয়াকান্দিতে ৮৪ জন, সোনাতলায় ৭৫ জন, শিবগঞ্জে ৯৯ জন, আদমদিঘীতে ৪১ জন, দুপচাচিয়ায় ৭৭ জন, নন্দীগ্রামে ৪০ জন ও ধুনটে ৭১ জন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
মোট আক্রান্ত- ৩৬৫৬
মোট সুস্থ- ১৬৯৯ (৮২ জন নতুন)
মোট মৃত্যু- ৬৭ ( নতুন ১ জন)
এ পর্যন্ত নমুনা সংগ্রহ ২১৮৩৯ টি
ফলাফল প্রাপ্ত ১৯৪৮০ টি।
শতকরা হিসেবেঃ
সনাক্তের হার ১৮.৭ ভাগ
মৃত্যুর হার ১.৮ ভাগ
সুস্থতার হার ৪৬.৫ ভাগ