বগুড়া প্রতিনিধি: চাঁদা না পাওয়ায় এক যুবকের উপর হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি রাজু শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেফতার। আজ সকালে শাহজাহানপুর থানা পুলিশ তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর বেলা আনুমানিক ১ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় একদল চাঁদাবাজদের হামলার শিকার হয় তরুণ ব্যাবসায়ী আরিফ। এরপর আরিফের স্ত্রী শামীমা খাতুন বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৫/৬ জন কে আসামি করে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আহত আরিফ কিছুদিন আগে একটা সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করে। ঐ মোটরসাইকেল ক্রয়ের পর থেকে স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ রাজু ও নাইম নামক দুই যুবক তার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য ১০.০০০ টাকা চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ১৫ নভেম্বর দুই সন্ত্রাসী রাজু ও নাইম সহ আরও ৫/৬ জন অজ্ঞাত নামা সন্ত্রাসী আরিফের উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা ব্যাবসায়ীক কাজের ২০,০০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায় মর্মেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শরীরে ১৩টি সেলাই দেয় চিকিৎসকরা।
হামলাকারীরা শাজাহানপুর এলাকার সাজাপুর এলাকার ইউনুস আলীর ছেলে। আহত আরিফ বনানী বেজোড়া দক্ষিণ পাড়ার আশরাফ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহমান জানান, মামলার প্রধান আসামি রাজুকে তার নিজ বাসা হতে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিগণ এই মুহূর্তে পলাতক রয়েছে। তবে পুলিশ তাদেরকে খুব দ্রুতই ধরে ফেলবে।