সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’ জাহাজ। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। সেতুর ১৪১১ দশমিক ৬২৯১ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী নলেন, খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত ৭ মার্চ ছেড়ে আসা ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্টিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে সকালে আসে। এখন জাহাজ থেকে সেই পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌ পথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে গত মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।