দৈনিক প্রত্যয় ডেস্কঃ বাংলাদেশের দিকে ২৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ‘আম্পান’। বঙ্গোপসাগরে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ‘আম্পান’। ‘আম্পান’কে আটলান্টিক মহাসাগরের হ্যারিকেন ক্যাটাগরি-৪ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের সুপার টাইফুনের সঙ্গে তুলনা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
এটি আজ মঙ্গলবার ভোররাত থেকে আগামীকাল বুধবার বিকেল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উপকূলীয় জেলাগুলোতে ৬ ও ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঝড়ের কারণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে প্রতি ঘণ্টা এই ঝড়ের গতি থাকবে ২৪০ থেকে ২৫০ কিলোমিটার ৷ আর এই সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টা ২৭০ কিলোমিটার ৷
ডিপিআর/ জাহিরুল মিলন