1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বরিশালের গুঠিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৯১ Time View
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল) প্রতিনিধিঃ আমাদের দেশের প্রতিটি অঞ্চলেই দেখার মতো আছে অনেক কিছু। কোথাও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে মনকে আবার কোথাও মানব সৃষ্টি হতবাক করে দেয় আমাদের। বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বরিশালে দুই ধরণের সৌন্দর্যেরই দেখা পাবেন আপনি। এখানে যেমন আছে দূর্গাসাগর দিঘি, শাপলা গ্রাম তেমনি আছে অনন্য সুন্দর এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ  স্থাপনা গুঠিয়া মসজিদ।
বরিশালের উজিরপুরে চাংগুরিয়া গুঠিয়াতে এই মসজিদের অবস্থান। গুঠিয়া মসজিদ হিসেবেই বেশি পরিচিত হলেও এর প্রকৃত নাম বায়তুল আমান জামে মসজিদ। এর সাথে আছে একটি ঈদগাহ কমপ্লেক্স। অপূর্ব সুন্দর এই মসজিদটির প্রতিষ্ঠাতা ও রূপকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
১৪ একর জমির ওপর স্থাপিত এই মসজিদটি নির্মাণে প্রায় দুই লাখ দশ হাজার শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেন। নির্মাণে সময় লেগেছিল দীর্ঘ তিন বছর। এর ঈদগাহের ধারণক্ষমতা ২০ হাজারেরও বেশি। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ। মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা ১৯৩ ফুট।
মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। যেসব স্থান থেকে মাটি সংগৃহীত হয়েছে সেগুলো হলো কাবা শরীফ, আরাফাতের ময়দান, মুযদালিফাহ, ময়দানে মিনা, জাবালে নূর পাহাড়, জাবালে সূর পাহাড়, জাবালে রহমত পাহাড়, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, মসজিদে রহমত, মসজিদ এ কু’বা, ওহুদের যুদ্ধের ময়দান, হযরত হামজা (রাঃ) এর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে হযরত আবু বক্কর (রাঃ), জান্নাতুল বাকী, মসজিদে নববী, জুলহুলাইফা-মিকাত, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা এবং হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) এর মাজারের মাটি।
কীভাবে যাবেন:
ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছে: শাকুরা পরিবহন, ঈগল পরিবহন, হানিফ পরিবহন সহ বাস ছাড়ে গাবতলী থেকে। ভাড়া: এসি ৭০০ টাকা, নন এসি ৫০০ টাকা।
এছাড়া ঢাকা থেকে বরিশালের লঞ্চ আছে। এর মধ্যে সুন্দর বন ৭/৮, সুরভী ৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে। লঞ্চের ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০ টাকা, ভিআইপি কেবিন ৪৫০০ টাকা।
কোথায় থাকবেন:
বরিশাল শহরেই থাকার জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। যেমন- হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল, হোটেল গ্র্যান্ড প্লাজা, হোটেল এথেনা ইন্টারন্যাশনাল, হোটেল হক ইন্টারন্যাশনাল সহ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..