নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে বর্ষবরণের এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি দিলারা বেগম আছমা, পিপি এডভোকেট শাহ আজিজুল হক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।