স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে উরুগুয়ে। এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছে তারা।
বুধবার (২২ নভেম্বর) ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের ১৫তম মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। ফাকুন্দো পেলিস্টির অ্যাসিস্টে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোলটি করে লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুলেজ। এরপর আরও কয়েক দফা লক্ষভেদ করার চেষ্টা করেন নুলেজ-ডি লা ক্রুজরা।
ম্যাচের ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন বলিভিয়ার মিডফিল্ডার গ্যাব্রিয়েল আলেজান্দ্রো ভিলামিল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার আগে বেশকিছু আক্রমণ করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচে ফেরার চেষ্টা করে বলিভিয়া। আক্রমনাত্মক খেলতে গিয়ে উল্টো হলুদকার্ড দেখতে থাকেন সফরকারীরা। ম্যাচের ৫৯ ও ৬৪তম মিনিটে হলুদকার্ড দেখেন যথাক্রমে গাব্রিয়েল ভিলামিল ও রামিরো ভাকা।
৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিনেজ। এবার ডি লা ক্রজের ক্রস থেকে দুর্দান্ত হেড দিয়ে বলিভিয়ার জালে বল জমা করেন এই উরুগুয়ের ফরোয়ার্ড। দলকে ৩-০ গোলে এগিয়ে দিয়ে বাছাইপর্বের চতুর্থ জয় নিশ্চিত করে উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারে (কনমেবল) ৬ ম্যাচ খেলে ৪ জয় আর ১ হার ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে সমান ম্যাচ খেলে ১ জয়, ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বলিভিয়া।