প্রত্যয় ওয়েব ডেস্ক :সিঙ্গাপুরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট করোনা ভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। আগামী ২ মে (রোববার) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় করোনা টাস্কফোর্স এমন কথা জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা থেকে কেউ সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন তারাও ঢুকতে পারবেন না। এমনকি যারা ট্রানজিট ভিসায় ঢোকার অপেক্ষায় আছেন এবং এই ৪ দেশ ভ্রমণ করেছেন তারাও রোববার থেকে সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না।
এছাড়া যারা আগামী ২ মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদেরকে সেখানে যাওয়ার পরপরই একবার, পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের শেষদিনে একবার এবং ২১ দিনের কোয়ারেন্টাইন শেষে আরও একবার পিসিআর টেস্ট করাতে হবে।
দেশটির আন্তঃমন্ত্রণালয় করোনা টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং এর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে
পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬১,১৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত হলেও ৬০,৭১৮ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন মাত্র ৩০ জন নাগরিক।
আরও পড়ুন :চার্টার্ড বিমান কি?