সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহীর বাগমারায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার এবং সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সভাপতি ডি. এম জিয়াউর রহমান জিয়ার যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল চার ঘটিকায় হাটমচমইলে কর্মহীন, অসহায়, হতদরিদ্র নিম্ন আয়ের দুইশত জন নারী পুরুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, আটা এবং মাস্ক। ০৯ নং ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সভাপতি ডি. এম জিয়াউর রহমান জিয়া। সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, হাবিবুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাশেম, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি তহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মারুফ, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাজমুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমান আলী, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা উল্লেখ করেন, দলমত নির্বিশেষে সকলকে আমাদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে।