বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে একজন মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা করেছে দুবৃত্তরা। হামলাকারী মুক্তিযোদ্ধা সরদার শাহাজানকে (৭৫) মারপিট করে গুরুতর আহত ও তার বসতঘরটি ভাংচুর করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও হামলাকারীরা পৃথক পৃথকভাবে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন।
সদর হাসপাতালে চিকিৎসাধিন আহত মুক্তিযোদ্ধা শাহাজান সরদার জানান, পূর্ব-বিরোধের জের ধরে এলাকার আজিজুর রহমান হিরক, তার ভাই জসিমসহ ৮/১০ জন লোহার রড ও রামদা নিয়ে আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাকে এলোপাতাড়ী মারপিট করতে থাকে। এসময় আমার স্ত্রী ও পোতা ঠেকাতে এলে তাদেরও মারপিট করে এবং বসতঘরটি ভেঙ্গে দেয়। এ সময় আমাদের ডাক-চিৎকারে লোকজন ছুটে আসলে হামলাকারিরা সরে পড়ে। পরে আমি রক্তাক্ত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি হয়ে চিকিৎসা নেই এবং ঘটনা প্রথমে পুলিশ সুপারকে জানিয়ে পরে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দাখিল করি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী আটক হয় নাই। বাগেরহাট মডেল থানার ওসি মোঃ মাহাতাব উদ্দিন জানান, জমি নিয়ে পূর্ব-বিরোধের জের ধরে এদিন দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সরদার শাহাজানের অভিযোগে আগে মামলা রেকর্ড করি। পরে অপর পক্ষের মামলাও রেকর্ড করা হয়েছে। এখন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।