প্রত্যয় নিউজডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে এবার ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন হযরত আলী মন্ডল নামের এক জেলে। এ সময় মাছটি আড়ত থেকে ৯৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেললে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে হযরত আলী মন্ডলের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে বিক্রি করতে আনলে ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫শ টাকায় মাছটি কিনে নিই। সামান্য লাভে ১০৫০ বা ১০০০ টাকা কেজি দরে বিক্রি করব।
তিনি আরও জানান, বর্তমানে নদীর পানি কমছে, যার ফলে আবার বড় বড় মাছ ধরা পড়ছে। নদীর ছোট বড় বিভিন্ন ধরনের মাছ সব সময় তার কাছে পাওয়া যায়। যা ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি।