আব্দুল্লাহ আল সানি:ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমাদান করেন। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাল উদ্দীন
এ টাকা জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় সমাজের সকল বিত্তশালীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান। তিনি আরো বলেন এই করোনা ভাইরাস একটি সংক্রমন ব্যাধি এ থেকে পরিত্রানের একমাত্র উপায় নিজে ঘরে বসে নিরাপদে থাকলে আপনি যেমন নিরাপদে থাকবেন আপনার পরিবারের প্রতিটি সদস্য ও নিরাপদে থাকবে। মনে রাখতে হবে যাদের ঘরে খাবার নেই সরকার ও প্রশাসন তাদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে বলেন। একই সাথে তিনি স্কুলের সংশ্লিষ্ট সকলকে পরিষ্কার – পরিচ্ছন্ন থেকে করোনা মোকাবেলায় অন্যদেরকে সচেতন করার পরামর্শ দেন।
সর্বমোট ২২জন শিক্ষক ও কর্মচারীদের নাম দেয়া হল
১। মোঃ আলাল উদ্দিন ২। মোঃ আব্দুল হাই শাহ ৩। শাহ মোঃ আব্দুন নূর ৪। আছাদুজ্জামান ৫। সাহেরা আনার ৬। মোঃ খলিলুর রহমান ৭। মোঃ তরিকুল হক ৮। মোঃ জহিরুল ইসলাম খান ৯। মোহাম্মদ হাবিবুর রহমান ১০। উৎপল কুমার পুরকায়স্থ ১১। মোঃ আব্দুল হক ১২। ফাতেমা আক্তার হীরামণি ১৩। সুমন চন্দ্র রায় ১৪। নূর-এ-আলম জিকু ১৫। নিখিল চন্দ্র সুত্রধর ১৬। জাষেদ ইকবাল ১৭। আসাদুজ্জামান ১৮। মোঃ শফিকুর রহমান ১৯। সৈয়দ আতিকুল হক ২০। মোঃ তফাজ্জল হোসেন ২১। মোঃ আব্দুল রেজ্জাক ২২। শরীফ আহমেদ #