বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এসব এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই একজন পর্যটক পর্যটন কেন্দ্রগুলোতে যেতে পারবেন।
বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন। শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজরদারি থাকবে। মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্র ঢুকতে দেওয়া হবে না।
জানা যায়, মহামারি করোনার কারণে পাঁচ মাস ধরে বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। তাতে বিরাট ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্পসহ সংশ্লিষ্টরা। ফলে শুক্রবার থেকে বান্দরবানের সব সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলার সিদ্ধান্ত হয়েছে।