মায়দুল হোসেন মনোয়ারঃসিলেট, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো সিলেট বিভাগ এখন লকডাউন তথা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই সময়ে বাইরে থেকে এখানে প্রবেশ কিংবা এখান থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ। তারপরও বিভিন্ন কৌশলে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সিলেটে ঢুকছে মানুষ। এই অবস্থায় বাইরে থেকে যে আসবেন, তাকেই করোনা টেস্টের আওতায় আনতে চাইছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এমন তথ্যই জানিয়েছেন দৈনিক প্রত্যয় কে
তিনি বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে যারা সিলেটে এসেছেন, তারা কিন্তু বিপজ্জনক হতে পারেন। তাদেরকে পরীক্ষার আওতায় আনা জরুরি।’
তিনি বলেন, ‘আমরা আজকে রাতেই (বৃহস্পতিবার) বিভাগের প্রত্যেক জেলার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছি, যাতে তারা বাইরে থেকে আসাদের পরীক্ষার ব্যবস্থা করেন।’