বগুড়ার সংবাদদাতাঃ প্রতিদিন অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে বগুড়ায় সারিয়াকান্দি থানা সংলগ্ন যমুনা নদীর পানি। বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিশ্চিত করেছে যে যমুনার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জানান যে, আজ বুধবার সকাল ৯টায় রিডিং ছিল ১৭ দশমিক ৮৫ মিটার, দুপুর ১২টায় রিডিং ছিল ১৭ দশমিক ৮৬ মিটার, বিকাল ৩ টায় রিডিং ছিল ১৭ দশমিক ৮৭ মিটার এবং সন্ধ্যা ৬টায় সর্বশেষ রিডিং রেকর্ড করা হয় ১৭ দশমিক ৯০ মিটার।
সব মিলিয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সারিয়াকান্দি মুথরাপুর হার্ড পয়েন্টে বসানো গেজ থেকে প্রতি ঘন্টায় আপডেট নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান যে, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারনে নদী রক্ষা বাঁধের কিছু কিছু (সিপিএস) আংশিক ক্ষতি হচ্ছে। বিষয়টি জানার পরে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পক্ষ থেকে সাথে সাথে রিপেয়ার করা হয়েছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি বসতভিটা ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে ।