স্পোর্টস ডেস্ক: আবারও বিশ্বকাপের সেমিফাইনালে হার। পাঁচবার বিশ্বকাপের সেমিতে উঠে প্রত্যেকবারই পরাজয় বরণ করে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অজিদের বিপক্ষে তিন উইকেটের পরাজয় বেশ ধাক্কা দিয়েছে প্রোটিয়া কোচকে।
সেমিফাইনাল হেরে ফাইনাল দেখার এক শতাংশ ইচ্ছাও নেই প্রোটিয়া কোচের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান প্রোটিয়া কোচ ওয়াল্টার।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এক শতাংশ সম্ভাবনা রয়েছে আমার ফাইনাল ম্যাচ দেখার। আরও খারাপভাবে বলতে গেলে আমার এটা নিয়ে মাথাব্যথা নেই। তবে ভারত যদি নিজেদের মাটিতে বিশ্বকাপ জিততে পারে তাহলে যোগ্য দলের হাতেই বিশ্বকাপ ট্রফি উঠবে।’
অজিদের বিরুদ্ধে হারলেও, বোলিংয়ে পুরো ম্যাচের প্রথম ১০ ওভার বাদ দিলে দারুণ লড়াই করেছে বাভুমার দল।
দলের মানসিকতা নিয়ে গর্ব করেন ওয়াল্টার। ‘আমি ব্যথিত সেমিফাইনাল হেরে কিন্তু আমরা যেভাবে লড়াই করেছি ব্যাটে ও বলে তা প্রশংসার দাবিদার। আমি এই দল নিয়ে গর্ব করি।’
শুরুতেই ২৪ রানে ৪ উইকেট হারানোর পর মিলারের শতকে দুইশো পেরোয় দক্ষিণ আফ্রিকা। কোচ বলেন, ‘২৪ রানে ৪ উইকেট হারানোর পর এমন সংগ্রহ, তার ওপর ওদের উড়ন্ত সূচনার পরও আমরা যেভাবে ম্যাচে ফিরে আসার জন্য সব উজাড় করে দিয়েছি তা প্রশংসার যোগ্য।’