প্রত্যয় নিউজ ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ শনিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৩৪১ জন।
করোনায় সংক্রমণে মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জনের।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৯৩২ জনের।
অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৮৫ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ১২৩ জনের।
সংক্রমণে মৃত্যু বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৭ জনের।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
ডিপিআর/ জাহিরুল মিলন