শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮২১ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় সংক্রমণে মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ১৪০ জনের।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫২৩ জনের।
অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯২৯ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৭০ জনের।
সংক্রমণে মৃত্যু বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ জনের।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
ডিপিআর/ জাহিরুল মিলন