ক্রীড়া ডেস্ক: বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুভেচ্ছাদূত (ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর) নিযুক্ত করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যানকে শুভেচ্ছাদূত করার বিষয়টি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডব্লিউএফপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্ষুধাশূন্যতা অর্জনের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতায় কীভাবে কাজ করে চলেছে ডব্লিউএফপি, বাংলাদেশের ‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার সময় তামিম তা খুব কাছ থেকেই দেখার সুযোগ পাবেন। শুভেচ্ছাদূত হিসেবে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন এই তারকা ক্রিকেটার। মানুষের কাছে তুলে ধরবেন বাংলাদেশে ডব্লিউএফপির বিভিন্ন কার্যক্রম।
বাংলাদেশের ৬৪টি জেলায় স্কুলে খাদ্য প্রদান, পুষ্টি ও জীবিকার পাশাপাশি কক্সবাজারে শরণার্থীদের নিয়ে নানা ধরনের কাজ করে থাকে ডব্লিউএফপি। এমন একটি সংস্থার শুভেচ্ছাদূত হতে পারায় সম্মানিত বোধ করছেন তামিম। তিনি বলেছেন, ‘জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।’
এমন কাজের অংশ হতে পারছেন ভেবে উচ্ছ্বসিত তামিম। টাইগার ওপেনার জানিয়ে দিয়েছেন, সংস্থার কাজে যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করে যাবেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামাঞ্চলে। কোভিড-১৯ মহামারিও অনেকের জীবন আরও বেশি সঙ্কটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে, সহযোগিতা প্রয়োজন, এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’
বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেছেন, ‘তামিম একজন সফল ক্রিকেটার, যে দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয়। জনপ্রিয়তার পাশাপাশি তামিমের রয়েছে কর্মক্ষেত্রে অবিশ্বাস্য রকমের নৈতিকতা, মানুষের প্রতি সমবেদনা এবং জনহিতকর কাজের স্পৃহা। ডব্লিউএফপি পরিবার তাকে পেয়ে আমরা ভীষণ উচ্ছ্বসিত।’
ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে কাজ করছে এবং এখনও পর্যন্ত ১৫৫ মিলিয়ন অরক্ষিত ও খাদ্য নিরাপত্তাহীন মানুষকে সহযোগিতা প্রদান করেছে। ২০১৯ সালে ডব্লিউএফপি বাংলাদেশে ১.৭ মিলিয়ন মানুষকে সহযোগিতা প্রদান করেছে।