প্রত্যয় নিউজডেস্ক: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও শিল্পগ্রুপ প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার উত্তরখান থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।
রোববার (৩০ আগস্ট) রাতে ওই নারী নিজে এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘গত রোববার রাতে এক নারী চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় দায়ের করা মামলায় তানভীরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিবার ধর্ষণের অভিযোগ এনেছেন এই নারী। মামলা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
থানা সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১ নভেম্বর তারা পরস্পরের সঙ্গে দেখা করেন। এদিন ঢাকার উত্তরখান থানা এলাকার একটি রিসোর্টে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তানভীর। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতিতে বারবার মিলিত হতে থাকেন, এ সময়ে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করেন তানভীর।
এদিকে চট্টগ্রাম নগর পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ধর্ষণের অভিযোগ করা ওই নারী চট্টগ্রামের মেয়ে। বর্তমানে ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরিও করেছেন। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর ২০১৯ সালে চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৭ আগস্ট ওই নারী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান এবং তাদের সম্পর্কের কথা তানভীরের পরিবারের সদস্যদের বলেন। পরে ২৯ আগস্ট তিনি আবারও তানভীরের বাসার সামনে গিয়ে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ওই নারী মামলা করতে চাইলে, ঘটনা শুনে তাকে ঘটনাস্থল ঢাকার উত্তরখান থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়।