দৈনিক প্রত্যয় ডেস্কঃ টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধাসহ কয়েকটি জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়ে নিমজ্জিত জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ১০টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। পাট ও আউশ ধানের ক্ষেতে পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত চাষিরা। এছাড়া সড়কেও পানি ওঠায় বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দায়িত্বে অবহেলার কারণেই প্রতি বছরই দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
এছাড়া নদনদীর পানি বেড়ে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়াসহ দেশের কয়েকটি অঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
ডিপিআর/ জাহিরুল মিলন