মোঃতায়েফ তালুকদার:গত ১৬/০৪/২০২০ খ্রি: তারিখে ভোলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সুয়োমোটো ০১/২০২০ (বোর) জেলা ও দায়রা জজ কর্তৃক বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত কারণ দর্শানো নোটিশ খানা বাতিল করা হয়েছে। একইসাথে জারিকৃত নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে গন্য হবে। সুয়োমোটো বাতিল ও নোটিশ প্রত্যাহারের ব্যাখ্যায় বলা হয়, “গত ১৫/০৪/২০২০ খ্রি: তারিখে বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টটি তার নিয়মিত প্রশাসনিক কাজ এবং code of criminal procedures এর ১৯০ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কৃতকার্য অত্র আদালত কর্তৃক ব্যাখ্যা তলবের সুযোগ না থাকায় সুয়োমোটোটি বাতিল ও জারিকৃত নোটিশটি প্রত্যাহার করা হল।” প্রকৃতপক্ষে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ধারা ১৪ মোতাবেক মোবাইল কোর্টে কৃত কাজের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা যায় না।