নিউজ ডেস্কঃ প্রতি পাচ বছর পরপর নির্বাচন আসে,অনেকে নেতৃত্বে দেওয়ার আশায় রাজনীতিতে হটাৎ আগমন ঘটে,কিন্তু মনের আশা পুরন না হলে এলাকার আর খোজ নেওয়ার চিন্তাও করে না। বাংলায় একটা প্রবাদ আছে বিপদের বন্দুই প্রকৃত বন্দু। দেশের মানুষের চরম ক্রান্তিলগ্নে যারা তাদের পাশে আছে মৃত্যু ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে তাদেরকেই জনগন স্বরন রাখবে।
জীবন মরন আল্লাহর হাতে,কিন্তু যেই পথে জীবনের ঝুকি আছে সেই পথে আমরা কিন্তু পথ বাড়াতে চাই না,কারন সুন্দর এই পৃথিবী ছেড়ে ইচ্ছায় কেউ চলে যেতে চায় না।গত সংসদ নির্বাচনে ভোলার (বোরহানউদ্দিন-দৌলতখান) থেকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিল,ছয় জন।যারা নিজকে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় দল থেকে নমিনেশন চেয়েছিলেন। কিন্তু দুখের সাথে বলতে হয় জাতির এই চরম ক্রান্তিলগ্নে তাদের কাউকেই বোরহানউদ্দিন দৌলতখানে খুজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজমান।