1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্তস্থান ও পর্যটন কেন্দ্র গুল্ডেন টেমফল সাময়িক বন্ধ

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২০২ Time View
বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্তস্থান ও পর্যটন কেন্দ্র গুল্ডেন টেমফল সাময়িক বন্ধ

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তীর্তস্থান ও পর্যটন কেন্দ্র বৌদ্ধিস্ট টেমফল বা স্বর্ণ জাদি ২ মাসের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সততার জন্য যোগাযোগ করা হলে মহাসুখ প্রার্থনা পূরক বুদ্ধ ধাতু জাদির উপাধ্যক্ষ উ গুবন্ধন পঞঞা মহাথের বলেন, আষাঢ়ী থেকে আশ্বিনি এই তিন মাস বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য খুবই সংযমের মাস। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই সময়টুকু অতিবাহিত করি। আচার অনুষ্ঠানে যাতে কোন বিঘ্ন না ঘটে তাই সেই লক্ষেই সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাস পর্যটকদের আগমন বন্ধ রাখা হয়েছে । এই দুই মাসের পরে আগামী নভেম্বর মাসের ৬ তারিখে পরে পর্যটকরা যথারীতি এই পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন দেশ বিদেশের পর্যটন।

স্থানীয় বুদ্ধ পুরহিত জানান, আগস্টের ৩ তারিখ থেকে এ বর্ষাবাস শুরু হয়, শেষ হবে আগামী নভেম্বর মাসের ৬ তারিখ । আগস্ট মাসে লকডাউনের কারণে সব পর্যটনকেন্দ্রর সাথে এ পর্যটনকেন্দ্রও বন্ধ ছিল । তবে লকডাউন উঠে গেলে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দিলেও বর্ষাবাসের কারণে ২ মাস পর্যটনকেন্দ্র বন্ধ রেখেছে দায়িত্বরতরা। স্বর্ণ জাদি বন্ধ থাকায় প্রতিদিনই শত শত পর্যটক ফিরে যাচ্ছে।জাদির উপাধ্যক্ষ উ গুবন্ধন পঞঞা মহাথের আরো জানা যায়, আষাড়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস বৌদ্ধদের কাছে অত্যন্ত সংযমের মাস। বর্ষাবাস যাপনকালে ভিক্ষুগণ প্রতিটি অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রাতিমোক্ষ আবৃত্তি, আপত্তি দেশনাসহ নানাবিধ বিনয়ভিত্তিক কর্ম সম্পাদন করেন। এ সময় তাঁরা প্রতিটি উপসথ দিবসে গৃহীদের কাছেও ধর্মদেশনা করেন এবং গৃহীদের শীলাদি প্রদানসহ ধর্মীয় জীবনাচারে উপদেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..