অাবু ছালেহ- বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের অাখিতারা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
পূর্বশত্রুতার জের ধরে নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের গোষ্ঠী ও আব্বাসের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ রবিবার সকাল ৯ টায় চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাসের গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল ৯ টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের অাখিতারা গ্রামে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ।
বর্তমান ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরীর গোষ্ঠী ও আব্বাসের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ চলে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
অাহতরা সরাইল সদর হাসপাতাল ও বাকিরা আশেপাশে হাসপাতালে চিকিৎসা নেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন পূর্ব শত্রুতার জের ধরে নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী ও আব্বাসের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে, সংঘর্ষ নিয়ন্ত্রণে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।