অাবু ছালেহ বিশেষ প্রতিনিধি
বিপর্যমহামারী করোনার ছোবলে স্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম।
গত সোমবার বিকালে নবীনগর উপজেলায় ওলামায়ে কেরাম এর মাঝে এ অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর কাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শহিদুল হক,এস অার মসজিদের খতিব, মুফতি বেলায়েত উল্লাহ। সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মকবুল হোসাইন। উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি, মাওলানা আমিরুল ইসলাম। মাওলানা মেহেদী হাসান অানোয়ার হোসাইন, মাওলানা মোজাম্মেল হক। মাও. অাক্তার হোসাইন। মাও. আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ প্রমুখ।উলামায়ে কেরামদের পক্ষ থেকে মাওলানা মেহেদী হাসান বলেন এ মহামারির দুঃসময়ে। নবীনগরের ১৫৭ টি মাদ্রাসার মধ্যে ২৪ টি মাদরাসায়, তিন লক্ষ ৩০ হাজার টাকা অনুদান পাওয়ায় মাদ্রাসাগুলি অনেক উপকৃত হবে।
তাই সকল মাদ্রাসার পক্ষ থেকে সরকারপ্রধান ও মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম কে মোবারকবাদ জানান