প্রত্যয় নিউজ ডেস্ক: ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আগের মতোই শিক্ষার্থীদের উপস্থিতিতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষায় অংশ নিতে হবে।
তিনি আরও জানান, ভর্তি প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিবেচনা করা হবে কি-না, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেয়া হবে বলে জানান চবি রেজিস্ট্রার।