প্রত্যয় ওয়েব ডেস্ক : ভুল সময়ে ভুল জায়গায় গিয়ে একেবারে প্রাণ দিয়ে খেসারত দিলেন যুক্তরাজ্যের এক ১৯ বছরের মুসলিম তরুনী। ঘটনাটি ঘটেছে ল্যাংকাশায়ারের শহর ব্ল্যাকবার্নে।নিহত তরুনীর নাম আইয়া হাশেম। ১৭ মে ২০২০ সালের ঘটনা এটি। সেই মর্মান্তিক ঘটনার ১ বছরের মাথায় এসে কোর্ট এর দোষীদের সাব্যস্থ করেছে। ঘটনাটি হচ্ছে আরআই টায়ার এর মালিক ফিরোজ সুলেমান ও কুইকশায়ার টায়ারের মালিক পাচিহ খানের মধ্যে। মূলত আরআই টায়ার একা শুধু টায়ার বিক্রি করতো।
তাদের পাশের দোকান কুইকশায়ার ছিলো গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান । হঠাৎ করেই কুইকশায়ার টায়ার বিক্রি শুরু করে আর এতেই সম্পর্কে তিক্ততা ও পরে শত্রুতা তৈরি হয়। আরআই টায়ার তখন কুইকশায়ার টায়ারের মালিক মিষ্টার খানকে মেরে ফেলার জন্য জামির রাজা নামে প্রফেশনাল একজন হিটম্যান বা খুনী ভাড়া করেন।
জামির রাজা একটি টয়োটা গাড়ি থেকে বসে তার টার্গেট মিষ্টার খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঠিক ঐ সময় সেখানে হেটে যাচ্ছিলো আইয়া হাশেম। কপাল খারাপ , গুলি লাগে তার শরীরে। সে ঘটনাস্থলেই মারা যায়। আইয়া ল বা আইন পেশায় যাওয়ার জন্য আইন বিষয় পড়ছিলো। কোর্ট এই ঘটনায় বলেছে, এটি খুবই দু:খজনক ও দূর্ভাগ্যজনক। একটি প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় মেয়ে হারালো যুক্তরাজ্য। এই ঘটনায় মিষ্টার খান ও গানম্যান খুনী জামির রাজাকে দোষী সাব্যস্থ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই শুনানী করে ঘোষনা হবে শাস্তির রায়।