প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। মানুষের চিরাচরিত শুভেচ্ছা বিনিময়েও এসেছে পরিবর্তন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। দুই রাষ্ট্রপ্রধান কিন্তু চিরাচরিত করমর্দনে গেলেন না। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে ‘নমস্তে’-র মাধ্যমে অভিনন্দন জানালেন। খবর আনন্দবাজারের।
বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও নিজের টুইটার থেকে পোস্ট করেছেন ম্যাক্রো। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।। ভারতীয় সংস্কৃতির সম্ভাষণ পদ্ধতি ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের করতে দেখে প্রশংসায় মেতেছেন ভারতীয় নেটিজেনরা।
করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে সামাজিক দূরত্ব বজায় চলছে গোটা বিশ্ব। যার জেরে করমর্দন বা জড়িয়ে ধরার মতো জনপ্রিয় সৌজন্য বিনিময় কৌশল এড়িয়ে চলেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও। এই সময়ে ভারতীয় সৌজন্য বিনিময় রীতি ‘নমস্তে’র ব্যবহার নিয়ে বিভিন্ন দেশে আলোচনা চলেছে ব্যাপকভাবে। সেই পথে হাঁটলেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রনেতারাও।
ডিপিআর/ জাহিরুল মিলন