নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে দুই দেশ যৌথভাবে শিগগিরই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরির কাজও শুরু করবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে, তবে খুব সহসা সেই কাজ শুরু হবে। আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করব। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।
মুজিববর্ষের প্রথমদিন, গত ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণের সূচি নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সেই তা স্থগিত করা হয়। হাই কমিশনার রীভা গাঙ্গুলী বলেন, আমি হাই কমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে, শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন। অনেক কাজই এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিডের জন্য স্যুটিংটা স্টার্স্ট হতে পারল না। হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, স্যুটিং স্টার্ট হবে। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টরি ফিল্মও করব, সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।
রীভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তথ্য মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্রথমবারের মতো গত বছর থেকে বিটিভি পুরো ভারতর্ষে ফ্রি-ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একই সঙ্গে বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার করা হচ্ছে, এটি একটি বড় কাজ। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। যেটির সঙ্গে অন্য কারও সম্পর্কের তুলনা হয় না। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর। একই সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর। অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। গত বছর বিটিভি ও দূরদর্শনের খুব ল্যান্ডমার্ক এচিভমেন্ট যে, বিভিটি এখন আমাদের স্যাটেলাইট চ্যানেলে ফ্রি দেখা যায়। একই সঙ্গে অলইন্ডিয়া রেডিও এবং বেতারেরও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে আমাদের। দুই দেশের সংস্কৃতিতেও মিল রয়েছে। আরও অনেক কিছুই করার আছে, আগামীতে সেগুলো হবে।