দৈনিক প্রত্যয় ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৯০৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪ হাজার ১৯ জন।
রাজ্যভিত্তিক হিসাবে মহারাষ্ট্রে সংক্রমিত ১ লাখ ১ হাজার ১৪১ জন। এর পরই তামিলনাড়ুতে সংক্রমিত ৪০ হাজারের বেশি।
বিশ্বে আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান এখন চতুর্থ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৯৮ জনের। একদিনে সর্বোচ্চ মৃত ৩৯৬ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
একদিনে মহারাষ্ট্রে সংক্রমিত ৩ হাজার ৭১৭ জন। মৃত ১২৭। সংক্রমণের সংখ্যা ধরলে এই রাজ্যের মোট সংক্রমিত এক লাখ ছাড়াল। মৃত ২ হাজার ৪৪ জন।
দেশটির রাজধানী দিল্লির অবস্থা আরও শোচনীয়। জুলাইয়ের শেষে সংক্রমিতের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। এমনটাই আশঙ্কা রাজ্যের আপ সরকারের।
তবে দিল্লি সরকার বলেছে, তারা লকডাউন বাড়াবে না।
ডিপিআর/ জাহিরুল মিলন