দৈনিক প্রত্যয় ডেস্ক:করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইনে যেভাবে পড়াশুনা হচ্ছে সেভাবেই চলবে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে রাজ্যের লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন মমতা। মমতা বলেন, ‘পরিস্থিতি বিচার করেই রাজ্যের স্কুল-কলেজগুলি ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে গরমের ছুটির সঙ্গে ওই ছুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ইতিমধ্যেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের প্রোমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে।’
ইতিমধ্যেই একাধিক টিভি চ্যানেলে শিক্ষকদের এনে পড়াশোনা করানোর ব্যবস্থা চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরই পাশাপাশি একাধিক সিবিএসই ও আইসিএসই মাধ্যমের স্কুলগুলিতেও অনলাইনে চলছে পড়াশোনা।
এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। রাজ্যবাসীকেও লকডাউন মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।