শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ ভারতে গত শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৬২। এছাড়া দেশটিতে করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া রেড জোনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আইটি ও অনুসারী পরিষেবা, ডেটা ও কলসেন্টার, হিমঘর, ওয়্যারহাউজ, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা, পানি, বিদ্যুৎ, সাফাই কর্মী পরিষেবা চালু থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু থাকবে কুরিয়ার ও ডাক পরিষেবা। অত্যাবশ্যকীয় পণ্য সেবাও আগের মতোই চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।