১৪ এপ্রিল, ২০২০, ১৩:৪৭:২২
শেষ আপডেট: ১৪ এপ্রিল, ২০২০, ১৪:৪০:৩৪
প্রধানমন্ত্রীর ঘোষণা মতো, আগামী ৩ পর্যন্ত দেশ জুড়ে লকডাউন। মঙ্গলবারই তিনি ওই ঘোষণা করেছেন। এর পরেই, দেশে যাত্রিবাহী সমস্ত রকমের ট্রেন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করল রেল মন্ত্রক। বন্ধ থাকবে কলকাতা শহরের মেট্রোও।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করার পরেই রেল মন্ত্রক টুইট করে ওই সময় কাল পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এক্সপ্রেস-মেল-প্যাসেঞ্জার-লোকাল, কলকাতা মেট্রো-সহ সমস্ত যাত্রিবাহী ট্রেন চলাচল ৩ মে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।