দৈনিক প্রত্যয় ডেস্কঃ দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। গত দুইদিন ধরে কাঁচা মরিচ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়া এবং খোলা বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারতীয় কাঁচা মরিচের চাহিদা বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক রনি খান জানান, দেশের বাজারে ‘চলতি মৌসুমে কিছু কিছু জায়গাতে অতি বৃষ্টির কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়াই দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দেশীয় বাজারে কাঁচামরিচের দামও বেড়ে গেছে। আর দেশের বাজারে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা থাকায় এসব কাঁচা মরিচ ভারতের বিহার রাজ্য থেকে আমদানি করা হচ্ছে।
আমদানিকৃত এ সব কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।
বন্দরের হিসেবে গতকাল সোমবার ও মঙ্গলবার (৩০ জুন) দুই দিনে ভারতীয় ৫ ট্রাকে ২৩ হাজার কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আর এসব কাঁচা মরিচ আমদানিতে প্রতি কেজি প্রায় ২১ টাকা শুল্ক-কর দিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত দুই দিনে কাঁচা মরিচ থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকা।
ডিপিআর/ জাহিরুল মিলন