বগড়ার সংবাদদাতাঃ করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে হাটে না গিয়ে ভিড় এড়িয়ে স্বাস্থবিধি মেনে কোরবানির গরু ক্রয়ের জন্য বগুড়াবাসীর আস্থার প্রতীক এবারের ব্যক্তিগত গরুর ফার্মগুলো।
আমরা ইতোমধ্যেই জেনেছি যে, আমাদের বগুড়া করোনা ভাইরাস ছড়ানোর দিক দিয়ে খুব বিপদজনক অবস্থায় রয়েছে। আজকেও জেলা জুড়ে ১৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। এই নাজুক পরিস্থিতিতে সচেতন মানুষ জরুরী কাজে বাসা থেকে বের হলেও ভিড় এরিয়ে চলার চেষ্টা করতেছে।
সামনে কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসেছে। কিন্তু আমরা পূর্বের রিপোর্টে দেখেছি যে মানুষের ইচ্ছে থাকলেও হাটের অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে একে অপরের কাছ থেকে দূরে থেকে গরু ক্রয় করা সম্ভবপর নহে। তাই ব্যক্তিগত উদ্যোগে গরে উঠা গরুর ফার্মের প্রতি মানুষ ঝুকছে। এসব ফার্মে আপনি নিরিবিলি পরিবেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ভালোভাবে যাচাই-বাছাই করে গরু ক্রয় করতে পারবেন।
বগুড়ায় বেশ কিছু গরুর ফার্ম গড়ে উঠেছে। বগুড়ার কাহালুর দরগারহাটের “বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের” মালিক তৌহিদ পারভেজ বিপ্লব জানায় যে, আসন্ন ঈদুল আজহায় গত বছরের ন্যায় এবারো তারা ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে বিভিন্ন সাইজের/ওজনের গরু, ২০০ কেজি থেকে শুরু করে ৬০০ কেজি অবদি বিক্রয় করার জন্যে প্রস্তুত। পাশাপাশি বিভিন্ন জাতের যেমন নেপালী শাহিওয়াল, দেশি ফিজিয়ান ইত্যাদি জাতের গরু নিজস্ব পরিচর্যায় অরগানিক ভাবে লালন পালন করে বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন। তাদের এখানে গরুর দাম পরবে সাইজ ভেদে ৮০ হাজার থেকে শুরু করে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত।
বগুড়ার গাবতলীর নারুয়ামালায় অবস্থিত ” আফিফা এগ্রো ফার্ম” এর স্বত্বাধিকারী আবদুর রহমান জানান যে, করোনার এই মহামারীতে হাটে গরু কিনতে যাওয়ার ঝুকি না নিয়ে চাইলেই তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার ফার্মের গরুর মুল্য ৬৫ হাজার থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকার মধ্যে।
বগুড়া ভান্ডার এগ্রো ফার্মে গরু কিনতে আসা এক ক্রেতা সাফায়েতুল ইসলাম জানান যে, উনার কাছে নিরাপত্তা বড় বিষয়। এই মুহুর্তে হাটে ভিড়ের মধ্যে গরু না কিনতে গিয়ে এখানেই উনি উনার পছন্দমতো ও দামের মধ্যেই স্বাস্থ্যসম্মত অর্গানিক গরু পাচ্ছেন। তিনি আরও জানান যে, গতবারেও তিনি এখান থেকে গরু কিনেছেন এবং এবার আত্মীয়স্বজনরাও তাদের জন্যে গরু পছন্দ করতে বলেছেন।
সবকিছু বিবেচনা করে দেখা যায় যে, আমাদের জেলার এই ভয়াবহ করোনা মহামারীর সময়ে ফার্মগুলোই মানুষের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। কারন এসব ফার্মে অর্গানিক উপায়ে গরু পালন করে, স্বাস্থ্যবিধি মেনে ভিড় এড়িয়ে এখানে গরু ক্রয় করা যায়। পাশাপাশি ক্রেতারা বিক্রিত গরু চাইলে ঈদের আগের দিনও উনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন । উনারা হোম ডিলিভারীর ব্যবস্থাও করে দিচ্ছেন।