প্রত্যয় ডেস্ক: ভূমধ্যসাগরে নতুন করে বিরোধীয় গ্রিক দ্বীপের কাছে তুরস্কের তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিস। এথেন্স বলছে, এমন কার্যক্রম এই এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। সোমবার গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রিসের দক্ষিণে কাস্তালোরিজো দ্বীপের কাছে তুর্কি তৎপরতা উত্তেজনা বাড়াচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নতুন করে তুর্কি নেভটেক্স কাস্তালোরিজো দ্বীপের দক্ষিণে যে অনুসন্ধান চালাবে সেটি গ্রিসের মহীসোপান। এটি গ্রিসের উপকূল থেকে মাত্র ৬ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরত্বে। এটিই প্রধান উত্তেজনার কারণ।
এর আগে রোববার গ্রিসের দক্ষিণে কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠিয়েছে নৌবাহিনী। ১০ দিন ওই অঞ্চলটিতে অনুসন্ধান তৎপরতা চালাবে তুরস্ক। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ অরুক রেইস’কে একমাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত নিয়ে আসে তুরস্ক।
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।