আলি হায়দার, কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) ১৪ জন হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জানাযায়, এডিপির অর্থায়নে ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভৈরব উপজেলার হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এর আগেও ৬ জন হতদরিদ্রের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয় এবং এর ধারাবাহিকতায় আজ আরও ১৪ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ হয়। যা পর্যায়ক্রমে উপজেলার আরও হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা হবে।
এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রম আনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার। এই সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই মূলত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। তিনি বলেন বর্তমানে ভৈরব উপজেলার অনেক নারী জুতা তৈরীর কারখানা গুলোতেও কাজ করছে। এবং এই সকল নারী স্বাবলম্বী হয়ে অন্য নারীদেরও কর্ম সংস্থান তৈরি করছে।
তিনি জানান, একজন নারী স্বামীর পাশাপাশি কর্ম করলে ওই সংসারের আর্থিক স্বচ্ছতা আসার সাথে সাথে সংসার সুন্দর এবং পরিপূর্ণতা পাই। একটি নারী একটি সেলাই মেশিন দিয়ে কর্ম করে আরও ৫টি সেলাই মেশিন কিনতে পারবে, তখন আরও মহিলা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর এভাবেই নারীর ক্ষমতায়নে মধ্য দিয়ে দেশের উন্নয়নে নারী অংশগ্রহণ নিশ্চিত হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করে স্বাবলম্বী করতে সারাদেশে বিভিন্ন উপকরণ বিতরণ করছে। এর ধারাবাহিকতায় ভৈরবেও নারীদের উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। সংসারে পুরুষ কর্মঠ হোক বা না হোক নারীর কর্মসংস্থান সৃষ্টি হলে সংসারে অভাব থাকবে না। বাড়িতে বসে যেন কর্ম করে স্বাবলম্বী হয়ে নিজেরা উপার্জন করতে পারে এই কাজে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এ জন্য যদি কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের প্রয়োজন হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে সে ব্যবস্থাও করা হয়েছে।