বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে কবে পদত্যাগ করছেন, সেটি তিনি পরিষ্কার করেননি।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।