নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা (কভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন প্রস্ততকারী সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেটা ভালো হয়, আমরা সেটাই গ্রহণ করব। আজ বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আমরা চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, মানুষ তাড়াতাড়ি পাক, মানুষ তাড়াতাড়ি যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যারা ভ্যাকসিন তৈরি করছে, তারা থার্ড স্টেজে চলে এসেছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সবারটাই মাথায় রেখেছি। চীনেও যোগাযোগ করেছি। যেটা ভালো হয়, সেটাই গ্রহণ করব।
তিনি বলেন, অনুমোদন দেবে সরকারি পর্যায়। আর এটা তো একটা পলিসি ডিসিশন, কখন, কাদেরটা নেব। আমাদের সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ট্রায়াল করাও সরকারি সিদ্ধান্ত বলেও জানান তিনি।