নিজস্ব প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে খয়েরকান্দা বেড়িবাঁধে লাশবাহী পিকআপের চাপায় শরীফ মিয়া (৪০) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে পিকআপসহ চালক ও সহযোগীসহ দুজনকে আটক করেছে মিঠামইন থানা-পুলিশ।
নিহত ভ্যানচালক শরীফ মিয়া ভ্যানগাড়িতে পেঁয়াজ ও সবজি বিক্রি করতেন। তিনি গোপদিঘী ইউনিয়নের আব্দুর রশীদের ছেলে।
এ সংবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ নুরে আলম।
পরিদর্শনকালে মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির রাব্বানী উপস্থিত ছিলেন। এ সময় পিকআপচালক আরিফুল ও তাঁর সহযোগী হাসিবুরকে পিকআপসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত শরীফ মিয়া ভ্যানগাড়িতে পেঁয়াজ বিক্রি করতে শনিবার বিকেলে মাটির রাস্তা দিয়ে অলওয়েদার সড়কে ওঠেন। এ সময় পশ্চিম দিক থেকে একটি লাশবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় দুর্ঘটনাস্থলেই ভ্যানচালক শরীফ মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম বলেন, নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।