আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে কোভিড-১৯ মোকাবেলায় প্রশাসনের সাথে কাজ করছে করোনা ভাইরাসজনিত দূর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা।
পৌর শহরের বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বহিরাগতদের আগমন হলে সেখানের খবরাখবর গুলো উপজেলা প্রশাসনকে জানানো সহ হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সেবাই কাজ করে চলেছে পৌরসভার ৯০জন স্বেচ্ছাসেবী।
মণিরামপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে গঠিত হয় এই স্বেচ্ছাসেবী টিম। জানা যায় উপজেলার ১৭টি ইউনিয়নে কাজ করছে স্বেচ্ছাসেবীরা।
একজন উপজেলা মেন্টর, একজন টিম মেন্টর এবং একজন পৌরসভা মেন্টর স্বেচ্ছাসেবী কন্ট্রোলরুম থেকে এই সম্পূর্ণ টিমকে পরিচালনা করেন।
মণিরামপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা এখন পর্যন্ত ০৫ জন। করোনার আতঙ্কে সবাই যখন ঘরে অবস্থান করছেন ঠিক তখনই মানব সেবাই কাজ করে চলেছেন স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবী টিম সম্পর্কে কথা হয় উপজেলা মেন্টর আল হেলাল মামুনের সাথে। তিনি বলেন, “মানব সেবাই আমরা কাজ করে চলেছি। আমরা আপনাদের জন্য বাহিরে আছি দয়া করে আপনারা আমাদের জন্য ঘরে থাকুন।” দিনরাত বিরামহীন কাজ করে চলেছেন স্বেচ্ছাসেবীরা এমনটিই জানান তিনি।
সরেজমিনে সকাল ৭টার দিকে উপজেলার সামনে টিসিবির মালামাল বিক্রয়ের সময় দেখা যায় স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলেছেন। এসময় কথা হয় পৌরসভা টিম মেন্টর (ভারপ্রাপ্ত) তাসনিমুল হাসানের সাথে। তিনি বলেন, “সকাল থেকে সামাজিক দূ্রত্ব নিশ্চিত করতে কাজ করছে আমাদের টিমের সদস্যরা।”