আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে করোনা ভাইরাস জনিত দূর্যোগ মোকাবেলায় নিয়োজিত ০৮নং কামালপুর ওয়ার্ডের ১০জন স্বেচ্ছাসেবীদেরকে পিপিই দিয়েছেন রিয়াজ ড্রাগ হাউজের প্রোপ্রাইটর মোঃ রিয়াজুর রহমান।
কোভিড-১৯ মোকাবেলায় মণিরামপুর উপজেলায় ২৩০জন সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী টিম গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আহসান উল্লাহ শরিফী। এর মধ্যে মণিরামপুর পৌরসভার ০৯টি ওয়ার্ডে মোট ৯০জন সেচ্ছাসেবী কাজ করছে।নিজ এলাকার খবরাখবর স্বেচ্ছাসেবীরা উপজেলার স্বেচ্ছাসেবী কন্ট্রোল রুমে জানিয়ে উপজেলা প্রসাশনকে সহযোগীতা করছেন বলে জানা গেছে।
ইতিমধ্যে স্বেচ্ছাসেবীদের সেফটির কথা চিন্তা করে উপজেলা প্রসাশন থেকে মাস্কে ও গ্লাভসের ব্যাবস্থা করা হয়। ব্যক্তি উদ্যোগে অনেকেই স্বেচ্ছাসেবীদের বিভিন্নভাবে সহযোগীতা করে চলেছেন।
মণিরামপুরের ০৮নং কামালপুর ওয়ার্ডটি হাসপাতাল কেন্দ্রিক হওয়ায় স্বেচ্ছাসেবীদের কাজ করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে এমনটিই জানিয়েছেন কামালপুর ওয়ার্ডের টিম লিডার হাফিজুর রহমান বাবু।
০৮নং এর স্বেচ্ছাসেবীদের সেফটির কথা চিন্তা করে তাদেরকে পিপিই কিনে দিয়েছেন রিয়াজুর রহমান। জানা যায় রিয়াজুর রহমান মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়াজ ড্রাগ হাউজের স্বত্বাধিকারী। এলাকার বিভিন্ন উন্নয়ণমূলক কাজে তিনি এগিয়ে আসেন এবং করোনা প্রতিরোধে গঠিত স্বেচ্ছাসেবী টিমের ০৮নং ওয়ার্ডের গর্বিত সদস্য।
এদিকে তার পিপিই দেওয়ার কথাটি জানতে পেরে সাধুবাদ জানিয়েছেন ইউএনও আহসান উল্লাহ শরিফী।
পিপিই দেওয়ার ব্যাপারে রিয়াজুর রহমান বলেন, “আমি আমার ০৮নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবীদের সেফটির কথা ভেবে আমার সামর্থ্য অনুযায়ী এই পিপিই কিনে দিয়েছি এবং আমার যতটুকু পারি স্বেচ্ছাসেবীদের পাশে থাকব “।
তার এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশিল সমাজ। দেশের এমন সংকটময় সময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান ইউএনও মোঃ আহসান উল্লাহ শরিফী।