মমিনুল ইসলাম মমিন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও ৭০ পরিবারকে সাহায্য করেছে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহমেদ সানি।
বুধবার রাতে ত্রিশাল উপজেলার চিকনা গ্রামের ৭০টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবান বিতরণ করেন ত্রিশাল উপজেলা সংগ্রামী ছাত্রলীগের নেতা সাব্বির আহমেদ সানি। এই সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা ওয়াহিদ ইসলাম, পিয়াস সরকার রনি, হামিদ বুখারী, সাদ্দাম হোসাইন প্রমুখ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানি বলেন, “করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে, ইতোমধ্যে এর প্রভাব বাংলাদেশও প্রকট আকারে দেখা দিয়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এ প্রচেষ্ঠা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। ছাত্রলীগের এক জন কর্মী হিসেবে নিজের সাধ্যমত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। সকলকের উচিত যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।