ওয়েব ডেস্ক: মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির টাকা সরাসরি নিজ ব্যাংক হিসাবে পাঠাতে তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত রাজস্ব খাতভুক্ত এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সরকার নির্ধারিত জবটুপি (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে। সেজন্য শিক্ষার্থীদের ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তির অর্থ অনলাইনে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। তবে অনেক মাদ্রাসা এখনও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করেনি। আবার কিছু প্রতিষ্ঠানের পাঠানো তথ্যে ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম, রাউটিং নম্বর কিংবা পরীক্ষার সালসহ বিভিন্ন ধরনের ভুল রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য সঠিক না থাকায় ইএফটির মাধ্যমে পাঠানো বৃত্তির অর্থ ফেরত এসেছে। এসব শিক্ষার্থীর অনুকূলে পুনরায় বৃত্তির অর্থ পাঠাতে হলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বর ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা জরুরি।
একইসাথে এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত কিনা তা নিশ্চিত করা, পাঠ বিরতিতে থাকা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেওয়া, শিক্ষার্থীর নিজ নামে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খোলা, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অভিন্ন রাখা এবং ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিটের মধ্যে সঠিকভাবে পূরণ করা।
এছাড়া শিক্ষার্থীর পরীক্ষার আইডি বা রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সাল, বৃত্তির ক্যাটাগরি (মেধা বা সাধারণ), ব্যাংক ও শাখার নাম এবং রাউটিং নম্বর নির্ভুলভাবে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠাতে কোনো ভুল বা অনিয়ম হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন অথবা স্কুল বা কলেজ থেকে বৃত্তি পেয়ে বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, শুধুমাত্র তারাই dme.finance.gov.bd লিংকে আবেদন করবেন। আর যারা মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিংকে আবেদন করবেন।