লিটন বিন ইসলাম,মাধবপুর প্রতিনিধিঃ
যতই দিন যাচ্ছে,ততই প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে দেশের বিভিন্ন এলাকায়। প্রাণ হারাচ্ছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ইতিমধ্যে পুরো জেলাজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। প্রানঘাতি করোনা প্রতিরোধে প্রশাসন বিভিন্ন ধরনের জনসচেতা সৃষ্টির পদক্ষেপ নিয়েছেন।
রাজধানী ঢাকাসহ যেকোনো জায়গা থেকে ছেড়ে আসা গণপরিবহন ঠেকাতে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুরে ওয়াচ টাওয়ার বসিয়েছে মাধবপুর ট্রাফিক পুলিশ। এতে করোনার সংক্রমণ ঝুঁকি এড়ানো যাবে বলে মনে করছেন সচেতন মহল।পুলিশ জানায়, সম্প্রতি সারাদেশ জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার গণ পরিবহন বন্ধ করে দেয়। এ কারণে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলা সদরে মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। জরুরী পণ্যবাহী ট্রাক, ওষুধ, শিশু খাদ্য পণ্যবাহী যানবাহন ছেড়ে দেওয়া হয়। তবে সম্প্রতি ট্রাকে করে ড্রামের ভেতর লোক বসিয়ে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। এতে সিলেটে বিভাগে করোনার সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা ছিল। তাই নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করতে মহাসড়কে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
মাধবপুর চুনারুঘাট ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক ফারুক আল মামুন বলেন, ওয়াচ টাওয়ার বসানোর ফলে এখন যে কোন যানবাহনে লুকিয়ে মানুষ পরিবহন সম্ভব হবে না। আমরা চেষ্টা করছি ঢাকা, নারায়ণগঞ্জ নরসিংদীসহ করোনা প্রবণ এলাকা থেকে যাতে কোন সংক্রামিত লোক সিলেট বিভাগে প্রবেশ করতে না পারে। সেজন্য ওয়াচ টাওয়ার বসিয়ে ঝুঁকির মাঝেও রাতদিন দায়িত্ব পালন করছে পুলিশ।