মাসুদ বাবু, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন যিনি নিজেকে করোনা যুদ্ধে উৎসর্গ করেছেন, এমন মন্তব্য করেছেন উপজেলার স্থানীয় বাসিন্দারা।
অনেকে এ মানবসেবায় কাজ করে যাচ্ছে তখনই তাদের চেয়ে নিজেকে তিনি ব্যতিব্যস্ত রেখেছেন করোনা সচেতনতা মূলক কাজে। সূর্য উদয় থেকে শুরু করে মধ্যরাত পযর্ন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন মানবতার সেবায়। জনপ্রতিনিধিদের নিয়ে স্থানীয়দের এমন অসংখ্য অলোচনায় শীর্ষে উঠে এসেছে এই চেয়ারম্যানের নাম।
সরেজমিনে গিয়ে অনেকে জানান, সার্বক্ষণিক তিনি চলমান পরিস্থিতিতে সরকারের দেওয়া সকল সচেতনতা বার্তা সাধারন মানুষকে সরেজমিনে উপস্থিত হয়ে নিরাপদ দ্রুত বজায় রেখে উদ্বুদ্ধ করছেন। বলা যেতে পারে তিনি নিজেকে জনগনের সেবার বিলিয়ে দিচ্ছছেন। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় আরেক নাম মশিউর রহমান মামুন চেয়ারম্যান।
সাধারণ মানুষরা আরো জানান, মধ্যরাতে নিম্মআয়ের,ও মধ্যে আয়ের মানুষের ঘরে ঘরে ত্রানের বরাদ্দকৃত খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছেন তিনি। এছারা নিজের উদ্যোগে নিজের অর্থায়নে মাস্ক, জীবাণুনাশক স্প্রে, চাল, ডাল তৈল, আলু ও সাবান ইত্যাদি বিতরণ করে বেড়াচ্ছেন।
এছারা তিনি ২০ জনকে নিয়ে একটি করে স্বেচ্ছাসেবী টিম গঠন করেছেন।এরা মধ্যে আয়ের মানুষের কাছে গোপনে খাবার বাড়িতে গিয়ে দিয়ে দিচ্ছেন এবং উপজেলার ১২ ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে,মাস্ক বিতরণ করেন।
তিনি চেয়ারম্যান হওয়ার পর প্রতিশ্রুতি রাখতে ঘরে বসে না থেকে আপদে- বিপদে সবার পাশে সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছেন । পরিবারিক সুত্রে জানা য়ায়, ওনার বাবা আতিয়ার রহমান আতি, টংভাঈা ইউনিয়ন এর চেয়ারম্যান। পিতার শিক্ষায় সুশিক্ষিত হয়ে মশিউর রহমান মামুন ঘরে বসে থাকার জন্য চেয়ারম্যান হননি। হয়েছেন জনগণের সেবা করার জন্য। সর্বদা খোঁজ খবর রাখছেন তার উপজেলাবাসীর।