1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মাশরাফি ভাই মাঠে থাকাটাই বড় অনুপ্রেরণা: জাকির

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক: সাকিব-তামিম লড়াই হয়ে গেলো। বহুল কাঙ্খিত সে লড়াইয়ে পারেননি সাকিব আল হাসান, জিতলেন তামিম ইকবাল। তামিমের ফরচুন বরিশালের কাছে হারের ধকল কাটিয়ে ওঠার আগেই আগামী পরশু মঙ্গলবার মাশরাফি বিন মর্তুজার সিলেট সট্রাইকার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। তবে সোমবার শেরে বাংলায় আর মাশরাফি-সাকিবের দেখা হচ্ছে না। চোখের চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুর চলে গেছেন সাকিব।

কবে ফিরবেন, বলা কঠিন। তবে ঢাকা পর্বে সাকিবের খেলার সম্ভাবনা খুব কম। ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সাকিব হয়তো ২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বে মাঠে নামতে পারেন। মোদ্দা কথা, প্রথম পর্বে শেরে বাংলায় মাশরাফি আর সাকিবের দেখা হচ্ছে না।

আগেরবার চমক দেখানো মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের শুরু ভালো হয়নি এবার। প্রথম দিন ১৭৭ রানের বড় পুঁজি নিয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছে মাশরাফির দল। সে ম্যাচে প্রথম বলে উইকেট পেলেও দল জেতাতে ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক মাশরাফি।

এবার তার হাঁটুর লিগামেন্টের সেই পুরোনো ব্যথা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই সে অর্থে না দৌড়ে অল্প রানআপে বল করেছেন মাশরাফি। আজ নেটে বোলিংই করেননি এই পেসার। ফলে এবারের আসরে বোলিংয়ে সেই চেনা মাশরাফির দেখা মিলবে কিনা সন্দেহ।

এদিকে ২৩ জানুয়ারি রংপুর রাইডার্সের সাথে দ্বিতীয় ম্যাচের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন মাশরাফি। আজ রোববার দুপুরে শেরে বাংলার একাডেমি মাঠে অনেকক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায় সিলেট অধিনায়ককে।

সিলেটের তরুণ মারকুটে ব্যাটার ও প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান জাকির হাসান মাশরাফির এমন হাফফিট হয়ে খেলা নিয়ে বলেন, ‘পারফরম্যান্স বড় কথা নয়, মাশরাফি ভাইয়ের মাঠে থাকাটাই অনেক বড়। সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাইয়ের মাঠে থাকাটাই মেইন একটা মোটিভেশন বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক ডিসিশন ইজি হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

মাশরাফির ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে জাকির হাসান বলেন, ‘আসলে এই প্রশ্নটা আমাকে না করে ভাইয়াকে করলে বেশি ভালো হবে। কিন্তু যেটা বললাম, প্রথম প্র্যাকটিস সেশনে ব্যাটিং প্র্যাকটিস করছেন। এর আগেও এসেছেন, কিন্তু প্র্যাকটিস করেননি। ব্যাটিং দিয়েও চেষ্টা করছেন নিজেকে তৈরি করার।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..